Type Here to Get Search Results !

কোভিড সংক্রমণ প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার সিপাহীজলা জেলা পরিদর্শন করেন। প্রথমে মুখ্যমন্ত্রীর লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিড কেয়ার কল সেন্টার, বিশ্রামগঞ্জ পঞ্চায়েত রিসোর্স সেন্টারে কোভিড কেয়ার সেন্টার এবং মেলাঘরের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। বিশালগড় মহকুমার লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এখানকার স্বাস্থ্যপরিসেবা ও পরিকাঠামো বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।  এরপর মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ওয়ার রুম ও কল সেন্টার পরিদর্শন করেন। এই ওয়ার রুম ও কল সেন্টারের দায়িত্বে রয়েছেন মোট ৬০ জন শিক্ষক। কল সেন্টার পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। প্রশাসনও সতর্ক দৃষ্টি রেখেছে। মুখ্যমন্ত্রীর জানান এই কল সেন্টারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালে ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এদিকে মেলাঘরে ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক বিধায়ক সুভাষ দাস, জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন মেলাঘরের সোনামুড়া মহকুমা হাসপাতালে নির্মীয়মান অক্সিজেন প্লান্টটিও পরিদর্শন করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৫ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.