Type Here to Get Search Results !

স্বচ্ছতা হারিয়ে বারাণসীতে সবুজ হয়ে যাচ্ছে গঙ্গার জল : আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার পুরনো স্বচ্ছ চেহারা আর নেই। বরং গঙ্গার রংই বদলে গেছে। একাধিক গঙ্গাঘাটে দাঁড়িয়ে নদীর দিকে তাকালেই দেখা যাচ্ছে গঙ্গার জল হয়ে গেছে সবুজ। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি দীর্ঘ সময় ধরে জলের রং এমনই থাকে তাহলে বিষয়টি আরও খতিয়ে দেখা উচিত। সেক্ষেত্রে জল বিষিয়েও যেতে পারে। ইতিমধ্যেই গঙ্গাকে ঘিরে উদ্বেগ বাড়ছে বারাণসীর মানুষের। সব মিলিয়ে ৮৪টি ঘাট থেকেই তাকালে গঙ্গার জলের ওই অবস্থা চোখে পড়ছে। মালব্য গঙ্গা রিসার্চ সেন্টার-এর সভাপতি বিডি ত্রিপাঠীর মতে, সাধারণত পুকুর কিংবা খালের জলে এই ধরনের সবুজ রং চোখে পড়ে। কিন্তু গঙ্গায় এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না। তবে সাধারণত জলের গতি কমলে এমনটা হতে পারে। যদি দীর্ঘ সময় ধরে রংটা এমনই থেকে যায় তাহলে জলে নিউরোটক্সিন মাইক্রোসিস্টিন মিশতে পারে। এর ফলে জল বিষাক্ত হয়ে উঠবে।’এদিকে পরিবেশবিজ্ঞানী ড. কৃপা রাম জানাচ্ছেন, বর্ষার সময় আশপাশের বদ্ধ জলাশয় থেকে শ্যাওলা ভেসে চলে আসে গঙ্গায়। কেবল জলাশয় নয়, ক্ষেত কিংবা সেচের জল থেকেও আসতে পারে। তবে এর থেকে খুব বেশি ভয়ের কিছু নেই বলেই আশ্বস্ত করছেন তিনি। তাঁর কথায়,এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। মার্চ থেকে মে মাসের মধ্যে এমনটা দেখা যায়। তবে এই জলে স্নান করলে চর্মরোগ হতে পারে। আর পান করলে ক্ষতি হতে পারে যকৃতের ।


আরশিকথা দেশ-বিদেশ

২৭শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.