বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী পালন করল তথ্য সংস্কৃতি দপ্তর। বুধবার সকালে মূল অনুষ্ঠান হয় নজরুল কলাক্ষেত্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, টিআরটিসি-র চেয়ারম্যান দীপক মজুমদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে নজরুলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারপর বিদ্রোহী কবি'র জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।মন্ত্রী সান্তনা চাকমা কবি'র জন্মদিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটি একটি বিশেষ দিন। একদিকে কাজী নজরুলের জন্মদিন, একই সঙ্গে ভগবান বুদ্ধদেবের জন্মজয়ন্তী। করোনা বিধি সম্পর্কের রাজ্যবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, কাজী নজরুল সাম্যের কবি। তাঁর গান, কবিতা কঠিন পরিস্থিতিতে মানুষকে উদ্বুদ্ধ করে।
প্রসঙ্গত এবছর করোনা মহামারীজনিত পরিস্থিতির কারণে নজরুলের জন্মজয়ন্তী সংক্ষিপ্ত আকারে পালন করা হয়েছে। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৬শে মে ২০২১