উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে রাজ্যে কোভিড-পরবর্তী রোগীদের চিকিৎসা করা হবে বিনামূল্যে। রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন যে, যারা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন, তাঁদের কোভিড-পরবর্তী যত্ন নেওয়া প্রয়োজন। তাই তাঁদের চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে। তাঁর কথায়, রাজ্যে বহু করোনা আক্রান্ত রোগীরা মারণ ভাইরাসকে জয় করে ফিরে আসছেন। কিন্তু তারপরেও তাঁদের শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এমনকি করোনার মতো মারাত্মক অসুস্থতার মতোই তাঁদেরও চিকিৎসা প্রয়োজন। উল্লেখ্য, গত সপ্তাহেই যোগী আদিত্যনাথ রাজ্যের ৭৫টি জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে, সেখানে করোনা-পরবর্তী চিকিৎসার হাসপাতালের সুবন্দোবস্ত করতে হবে। মানসিক চিকিৎসা, থেরাপি এবং ফিজিওথেরাপিস্ট সহ যাবতীয় চিকিৎসার এই সুবিধা সেখানে দিতে হবে। এটি সেই রোগীদের জন্য যারা করোনা ভাইরাস সংক্রমণের পরে জটিলতায় ভোগেন।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মে ২০২১