এবার মারণ ভাইরাস করোনার ছোবলে প্রাণ হারালেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। জি ২৪ ঘণ্টার সম্পাদক তিনি। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। তবে বেশ কয়েকদিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ, রবিবার রাত ৯টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাংবাদমাধ্যমের রূপ বদলের এই অন্যতম পথ প্রদর্শকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মে ২০২১