আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা : বুধবার থেকে ধাপে ধাপে বন্দিদের প্যারোলে মুক্তি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

    বুধবার থেকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বন্দিদের৷ করোনা পরিস্থিতিতে সংশোধনাগারগুলিতে ভিড় কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ বন্দিদের ধাপে ধাপে ছাড়া হবে বলে কারা দফতর সূত্রে জানা গেছে৷ সম্প্রতি বেশ কিছু সংশোধনাগারে বন্দিদের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলছে। এই পরিস্থিতিতে সংশোধনাগারে করোনা সংক্রমণ রুখতে নতুন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে এবার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার কারা বিভাগের আধিকারিকরা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দি থাকা দুই হাজার সাতশো সাজাপ্রাপ্ত আবাসিককে প্যারোলে ছাড়া হবে৷ তাদের প্যারোলে ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরে অন্য বিচারাধীন আবাসিকদের জামিনে মুক্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে৷ উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমনের জন্য একইভাবে বেশকিছু আবাসিককে প্যারোলে ছাড়া হয়েছিল।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১২ই মে ২০২১
     

    3/related/default