গঙ্গা সহ তার তীরবর্তী অঞ্চলে রাজ্যগুলিকে কড়া নজরদারির ব্যবস্থা করার নির্দেশ দিল কেন্দ্র। ভবিষ্যতে যাতে মৃতদেহ সব নিয়ম মেনেই সৎকার করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার চেয়ারপার্সন ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র চিঠিতে উল্লেখ করেছেন, গঙ্গা যে অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে, সেই অঞ্চলের জেলা এবং স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারি চালাতে হবে। ভবিষ্যতে যেন গঙ্গায় মৃতদেহ না ফেলা হয়, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গঙ্গা সহ নিকটবর্তী অঞ্চলের সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই মে ২০২১