Type Here to Get Search Results !

করোনা কালে ব্ল্যাক ফাঙ্গাসকেও দেশে ‘মহামারী’ ঘোষণা করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


ব্ল্যাক ফাঙ্গাসকে দেশে ‘মহামারী’ ঘোষণা করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক। এ নিয়ে বৃহস্পতিবার রাজ্যগুলির জন্য বিশেষ নির্দেশিকাও জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকায় রাজ্যগুলিকে বলা হয়েছে, “মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে  ১৮৯৭-এর মহামারী আইনের অন্তর্গত ‘নোটিফায়েবল’ অসুখ হিসেবে চিহ্নিত করা হোক।” অর্থাৎ, এই ধরনের রোগীর হদিশ পেলেই সরকারিভাবে রোগীর নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে এই অসুখের চিকিৎসার জন্য আইসিএমআর এবং স্বাস্থ্যমন্ত্রকের তৈরি করে দেওয়া নির্দিষ্ট গাইডলাইন মানারও নির্দেশ দিল সংশ্লিষ্ট মন্ত্রক। উল্লেখ্য, করোনা কালে মাথাব্যথার কারণ হয়ে উঠছে এই কালো ছত্রাকের হানা। ইতিমধ্যে মহারাষ্ট্র দেড় হাজার জন এই অসুখে আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে বহু রোগীর। এ রাজ্যেও ৬ জনের দেহে কালো ছত্রাকের হদিশ মিলেছে। যা করোনা কালে চিন্তা আরও বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রকের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি চিকিৎসক মহলের।


আরশিকথা দেশ-বিদেশ

২০শে মে ২০২১


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.