বৃহস্পতিবার সকালে ৭৩০ মেট্রিক টন অক্সিজেন এসে পৌঁছেছে রাজধানীতে। যা দিল্লি সরকারের চাহিদার থেকেও সামান্য বেশি। প্রথমবারের মতো চাহিদা অনুযায়ী যোগান পেয়ে স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কেজরিওয়াল। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দিল্লিতে প্রকট হয়ে উঠেছিল অক্সিজেনের চাহিদা। বহু হাসপাতালেই হাহাকার পড়ে গিয়েছিল। অসংখ্য করোনা রোগীর মৃত্যুও হয় অক্সিজেন না পেয়ে। গত সপ্তাহেই একটি বেসরকারি হাসপাতালে একদিনে ১২ জনের মৃত্যুই হয় কেবল অক্সিজেনের ঘাটতির কারণে। রোগীদের আত্মীয়দের মরিয়া হয়ে অক্সিজেন খোঁজার নানা কাহিনিই সামনে উঠে আসে।
এহেন পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে দিল্লি প্রশাসনের রীতিমতো সংঘাতের আবহ তৈরি হয়ে যায়। সুপ্রিম কোর্টে এক মামলায় দিল্লির অক্সিজেন সরবরাহে ঘাটতি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হতে দেখা যায়। অবশেষে সংঘাত শেষ হতে চলেছে। বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছে ৭৩০ মেট্রিক টন অক্সিজেন।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই মে ২০২১