আকাশ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের একটি চাকা খুলে মাটিতে পড়ে গেলেও তৎপরতার সঙ্গে এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে বিপর্যয় এড়াতে সক্ষম হলেন বিমান চালক। বাঁচল বড়সড় দুর্ঘটনার হাত থেকে । বিমানটি নাগপুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল । তাতে ছিলেন একজন রোগী ও একজন চিকিৎসক। কিন্তু আকাশে ওড়ার পরই ত্রুটি দেখা যায় বিমানটির যন্ত্রাংশে। তার একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় সেটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হবে। দ্রুত তাতে সফলও হন বিমান চালক। পরিকল্পনা মতো, মুম্বই বিমানবন্দরে সেটিকে নামানো হয়। জানা গিয়েছে, রোগী, চিকিৎসক ও বিমানকর্মীরা সকলেই নিরাপদে ও অক্ষত অবস্থাতেই আছেন।
আরশিকথা দেশ-বিদেশ
৬ই মে ২০২১