রবিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৬ বছরের কবি জয় গোস্বামী। জ্বর, সঙ্গে বমি। করোনার পরীক্ষা করানোর পর রাতে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। সেদিন রাতেই কবিকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। বর্তমানে ১২ লিটার অক্সিজেন লাগছে তাঁর। পালস রেট ১১২-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। অক্সিজেনের মাত্রা আরও বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলে খবর। এনআরবিএম বা নন-রিব্রিদার মাস্ক পরিয়ে রাখা হয়েছে কোভিড ১৯ আক্রান্ত কবিকে। এটি সাধারণত অক্সিজেন থেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলেই এই থেরাপি শুরু করা হয়। কবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ছে উদ্বেগ।
আরশিকথা দেশ-বিদেশ
১৮ই মে ২০২১