Type Here to Get Search Results !

কাশ্মীরের জোড়া গ্রেপ্তারির বিরুদ্ধে সরব মেহবুবা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


প্যালেস্তাইনকে সমর্থন করার জন্য কাশ্মীরে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে । এই গ্রেপ্তারির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর মতে, ‘‘প্যালেস্তাইনকে সমর্থন করাটা কোনও অপরাধ হতে পারে না।’’ যদিও কাশ্মীর পুলিশের দাবি, অভিযুক্তরা হিংসায় উসকানি দিচ্ছিল। যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের মধ্যে একজন ৩২ বছরের শিল্পী মুদাসির গুল। তিনি একটি গ্র্যাফিত্তি তৈরি করেন ‘আমরা প্যালেস্তাইন’ লিখে। অন্যজন সর্জন বরকতি মুসলিম ধর্মগুরু। তিনি স্থানীয় এক মসজিদে প্যালেস্তাইনের উপরে ইজরায়েলের বিমান হামলার নিন্দা করেছিলেন। এই গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুলেছেন মুফতি। প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া মুসলিম ধর্মগুরু বরকতির বিরুদ্ধে এর আগে ভারত-বিরোধী ভাষণ দেওয়া ও মিছিল বের করার অভিযোগ উঠেছিল। পরে তাঁকে জন নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের অক্টোবরে মুক্তি পেয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের পুলিশের দাবি, প্যালেস্তাইনের প্রসঙ্গ তুলে মানুষকে প্ররোচিত করা ও শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টার জন্যই ওই গ্রেপ্তারি। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘‘মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু হিংসায় উসকানি দেওয়া বেআইনি।’’ এ ব্যাপারে বলতে গিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দাবি করেন, কাশ্মীর একটি ‘খোলা আকাশের নিচে কারাগার’। এখানে প্রতিটি মানুষের ভাবনাচিন্তার দিকে নজর রাখা হয়। প্রয়োজনে শাস্তিও দেওয়া হয়।


আরশিকথা দেশ-বিদেশ

১৬ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.