আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সেদিন...... আলিপুরদুয়ার থেকে বেণু সরকার এর কবিতা

    আরশি কথা

    সেদিন......


    বধূটির দু'হাতের নখে লাল নেল পালিশ

    সেই রঙের পলা

    তার পাশে একটি করে সোনার চুড়ি ও শাঁখা

    ডানহাতের মধ্যমায় একটি কম সোনার আংটি

    কানে হালকা দুটো স্বর্ণপুষ্প


    একটানা দাঁড়িয়ে সে বাসে...

    উঠে গিয়ে বসতে দিলুম তাকে


    সলজ্জ চাহনিতে কৃতজ্ঞতার ছায়া


    নেমে যাওয়ার সময় ধন্যবাদ‌ও দিলে না

    শুধু সেই চাহনিতে ভরিয়ে দিল সে

    মাধু্র্যের ভালোলাগাটুকু জড়িয়ে থাকলো আমায়।।


    বেণু সরকা,আলিপুরদুয়ার 


    ১৬ই মে ২০২১

     

    3/related/default