আবু আলী,আরশিকথাঃ
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের জন্য মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১ লাখ টাকা দিয়েছে ত্রিপুরা ইস্পাত।
বৃহস্পতিবার সন্ধ্যায় মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে চেক তুলে দেন বিশাল সিং সোলাঙ্কি। এ সময় ত্রিপুরা অল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুজিত রায়, ত্রিপুরা ইন্ডাষ্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা উপস্থিত ছিলেন।চেক গ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা ইস্পাত লোহিয়া গ্রুপ অব কোম্পানির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।এ সময় মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এটি ভালো উদ্যোগ। আপনারা আমাদের পাশে থাকায় রাজ্যবাসীর সেবা করা সহজ হচ্ছে। তিনি এই কোম্পানির কাজকর্ম নিয়ে বিশদ খোঁজখবর নেন। কোম্পানির কর্ণধার মুখ্যমন্ত্রীকে জানান, রাজ্যে করোনা অতিমারি প্রতিরোধের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হল। কাশীপুরের এই কোম্পানির উদ্যোগে ৩১২টি ফ্ল্যাট নির্মাণের জন্য শুভম সোলিয়েটার নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে।
অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুজিত রায় বলেন, আমরা সব সময় রাজ্য সরকারের পাশে থাকব। যে কোন দুর্যোগে পাশে আছি এবং থাকব।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে মে ২০২১