নতুন সপ্তাহের প্রথম দিন আরও কমল করোনায় দৈনিক সংক্রমণ, মৃ্ত্যুর হার। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪। যা রবিবারও ছিল ১ লক্ষ ৬৫ হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩১২৮ জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ২২ জন, যে সংখ্যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। শতকরা হার ৯১.৬ শতাংশ। তবে দৈনিক মৃতের সংখ্যা এখনও তিন হাজারের বেশি। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ৯২, যা রবিবারের চেয়ে প্রায় হাজার খানেক কম। অর্থাৎ দিনদিন অ্যাকটিভ রোগীর সংখ্যাও কমছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪। মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২। আর প্রাণ হারিয়েছেন মোট ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩১শে মে ২০২১