Type Here to Get Search Results !

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল, তাঁর স্ত্রীর অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার রাতে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও কোভিড ১৯ পজিটিভ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ার আপত্তি থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাইপ্যাপের সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি রয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা।পাশাপাশি, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মীরা দেবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যর। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরেও করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপরেই তাঁকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর থাকায় ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে।


আরশিকথা দেশ-বিদেশ

১৯শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.