ভয়াবহ করোনা পরিস্থিতিতেও জিএসটি বাবদ রেকর্ড আয় করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক শনিবার এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে জিএসটি বাবদ সরকারের কোষাগারে ঢুকেছে ১ লক্ষ ৪১ হাজার ৩৮৪ কোটি টাকা। এই তথ্য থেকে ইঙ্গিত মিলছে, অর্থনৈতির অবস্থা পুনরুদ্ধারের। গত বছরের লকডাউনের সময় থেকে গভীর সংকটে পড়েছিল দেশের অর্থনীতি। অর্থমন্ত্রক জানিয়েছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জিএসটি চালু হওয়ার পর থেকে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ মাসিক আয়। এর মধ্যে কেন্দ্রের ভাগে জমা পড়েছে ২৭ হাজার ৮৩৭ কোটি টাকা। রাজ্যগুলি থেকে জমা পড়েছে ৩৫ হাজার ৬২১ কোটি টাকা। এছাড়াও আমদানিকৃত পণ্যের উপর জিসটি থেকে আয় ৬৮ হাজার ৪৮১ কোটি টাকা। সেই সঙ্গে সেস বাবদ আয় ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। মন্ত্রক আরও জানিয়েছে, গত সাত মাস ধরেই জিএসটি বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ কোটি টাকার উপরেই রয়েছে। এবং তা ক্রমান্বয়ে বেড়েও চলেছে।
আরশিকথা দেশ-বিদেশ
১লা মে ২০২১