আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের কোভিড আক্রান্তদের সুচিকিৎসার স্বার্থে মাইক্রো বায়োলোজি ডিপার্টমেন্টে একাধিক জরুরী পরীক্ষা শনিবার থেকে বিনামূল্যে শুরু হয়েছে। এজিএমসি ও জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের প্রয়োজন অনুসারে আইএল-৬, প্রোক্যালসিটোনিন, ফেরিটিন, ডি-ডাইমার,সিআরপি পরীক্ষাগুলি শনিবার থেকে শুরু হয়েছে। এগুলো বাইরে থেকে টেস্ট করাতে ৭ থেকে ১০ হাজার টাকার প্রয়োজন পড়ে। এই উদ্যোগের ফলে আর্থিক ভাবে পিছিয়ে পরা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা মে ২০২১