টিকাকরণের অনিশ্চয়তা দূর করতে তৈরি হবে টাইমলাইন । বৃহস্পতিবার করোনা মোকাবিলায় ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি বলেন, টাইমলাইন তৈরি করার ফলে টিকাকরণের অনিশ্চয়তা দূর হবে। টিকাকরণের ক্যালেন্ডার নিয়ে প্রচার করা হবে। এদিন করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা। ছিলেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন তিনি বলেন, যখন সংক্রমণের হার কম থাকে তখনও কঠিন চ্যালেঞ্জ করোনা। সাধারণ মানুষকে করোনা-বিধি সম্পর্কে সচেতন রাখা প্রশাসনের চ্যালেঞ্জ। মহামারী মোকাবিলায় সবসময় সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, টিকার অপচয় বন্ধ করাও ভীষণ জরুরি। ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে ১৫ দিনের আগাম তথ্য দেবে কেন্দ্র। তৈরি হবে টিকা নীতি।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মে ২০২১