করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলাতে নাজেহাল যখন গোটা দেশ, তখনই সামনে এল এক ভয়াবহ তথ্য। তা ধরা পড়েছে সরকারি এক সমীক্ষায়। সমীক্ষায় জানা যায় দেশে এখনও ৫০ শতাংশ মানুষ ঘুরছেন বিনা মাস্কেই। প্রতিষেধক দেওয়ার গতি, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি— সে সব নিয়ে সমালোচনায় প্রশাসন। কিন্তু সাধারণের কি কোনও দায়িত্ব নেই নিজেদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে? সে প্রশ্ন আবার তুলে দিল এই সমীক্ষার রিপোর্ট। মাস্ক পরলেও, সকলে তা নিয়ম মেনে করছেন না। এমনও জানা গিয়েছে সেই রিপোর্টে। দেশের ৬৫ শতাংশ মানুষ ভুল পদ্ধতিতে মাস্ক পরছেন। তাঁদের মুখ ঢাকা থাকলেও, মাস্কের বাইরেই থেকে যাচ্ছে নাক। ফলে মাস্ক পরে লাভ হচ্ছে না।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মে ২০২১