Type Here to Get Search Results !

ভারত থেকে ইঁদুর মারার বিষ আমদানি করবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


অবশেষে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ভারত থেকে নিষিদ্ধ বিষ আমদানির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। হাজার হাজার ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার কৃষক থেকে সাধারণ মানুষ। ক্ষেতের ফসল তো নষ্ট করছেই, ঘরবাড়িতেও ঘুরে বেড়াচ্ছে অংসখ্য ইঁদুর। দেখা দিয়েছে প্লেগের ভয়। নিউ সাউথ ওয়েলস-সহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কার্যত সঙ্কটে জনজীবন। সঙ্কট এতটাই গভীর যে, একে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছে সরকার। অবশেষে ইঁদুর মারতে নিউ সাউথ ওয়েলস প্রশাসন ভারত থেকে ‘ব্রোমাডিয়োলোন’ নামে এক বিষ ৫ হাজার লিটার আমদানি করবে বলে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ায় এই বিষ নিষিদ্ধ হলেও নিরুপায় হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।


আরশিকথা দেশ=বিদেশ

৩১শে মে ২০২১