Type Here to Get Search Results !

সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


শেষমেশ বাতিলই হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। আজ পরীক্ষার দিনক্ষণ ঘোষণার আভাসও ছিল। কিন্তু দেশের কোভিড পরিস্থিতি বিচার করে দ্বাদশের পরীক্ষাও বাতিল করারই সিদ্ধান্তই নেওয়া হল কেন্দ্রের তরফে। দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। গতকালই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নিয়েছিলেন উচ্চতর কোর্টে পরীক্ষা সংক্রান্ত শুনানির সময়। আর এদিন উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে পড়ুয়াদের কথা ভেবেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নরেন্দ্র মোদি বলেছেন, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।'


আরশিকথা দেশ-বিদেশ

১লা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.