মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এন আই টি আগরতলার সাত লক্ষাধিক টাকা দান

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ



 ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭ লক্ষ, ৫ হাজার ২৫৯ টাকা দান করা হয় মঙ্গলবার। এদিন সন্ধ্যায় এনআইটি আগরতলার অধিকর্তা এইচ কে শর্মা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাতে এই চেক তুলে দেন। বর্তমান করোনা প্রতিরোধে এই কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা একদিনের বেতন থেকে এই অর্থ দান করে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি কলেজ অধিকর্তার কাছ থেকে কলেজের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। আলোচনাকালে অধিকর্তা এইচ কে শর্মা মুখ্যমন্ত্রীকে জানান, করোনা অতিমারি প্রতিরোধে এনআইটি আগরতলা রাজ্য সরকারের পাশে রয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১লা জুন ২০২১

3/related/default