Type Here to Get Search Results !

করোনা নিয়ন্ত্রণে সবাইকে টিকাকরণের প্রয়োজন নেই : গবেষকদের দাবিঃ ব্রাজিল

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনা মহামারী নিয়ন্ত্রণ করতে সবাইকে টিকাকরণের আওতায় আনার প্রয়োজন নেই। এমনটাই দাবি করেছে করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ব্রাজিলের একদল গবেষক। তাঁরা জানাচ্ছে, করোনা নিয়ন্ত্রণের মধ্যে আনতে শুধুমাত্র ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ রুপে টিকাকরণের আওতায় আনা প্রয়োজন। তার ব্যাখ্যায় গবেষকরা জানাচ্ছেন, ৭৫ শতাংশ মানুষকে টিকাকরণের মধ্যে আনা গেলে, তাঁদের থেকে সংক্রমণ আর ছড়াবে না। অর্থাৎ বাকি ২৫ শতাংশ মানুষ টিকা না নিলেও তাঁরা সংক্রমণের হাত থেকে নিরাপদ। ব্রাজিলের সেরেনা শহরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দীর্ঘ তিনমাস পরীক্ষামূলক গবেষণা করে তাঁরা এই দাবি করেছে বলে জানা যাচ্ছে। ব্রাজিলের ওই শহরে ৪৫ হাজার মানুষের বসবাস। সেখানকার ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ রুপে টিকা দিয়ে দেখা গেছে করোনায় মৃতের সংখ্যার হার আশ্চর্যজনকভাবে ৯৫ শতাংশ কমে গেছে। উল্লেখ্য, ব্রাজিলের এই শহরে গবেষণাটি চালিয়েছে ইনস্টিটিউটো বুটানটানের গবেষকরা। যারা সেখানে চিনের তৈরি টিকা করোনাভ্যাক উৎপাদন করছে। চিনের এই টিকা সদ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে অনুমোদন পেয়েছে।


আরশিকথা দেশ-বিদেশ

২রা জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.