আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের খুলছে তারকেশ্বর মন্দিরের দরজা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    করোনার প্রথম ধাক্কায় এক বছরের বেশি সময় ধরে ভক্ত সাধারণের তারকেশ্বর মন্দিরে প্রবেশ নিষেধ ছিল। সেই সময় একবেলার জন্য মন্দির খোলার পর হঠাৎই মন্দির সংলগ্ন এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্দির বন্ধ করে দেওয়া হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ শর্তসাপেক্ষে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকেই রাজ্যজুড়ে সংক্রমণ বাড়তে শুরু করে। যে কারণে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত ৮ মে মন্দির পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছিল, ৪২ দিন পর বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নিচে। আর তাই ফের মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২রা জুন ২০২১
     

    3/related/default