আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যগুলিতে লকডাউন উঠতে শুরু করায় দেশজুড়ে কমল বেকারত্বের হারঃ ভারত

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    করোনার দ্বিতীয় ঢেউয়ে এপ্রিল ও মে মাসে বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছিল দেশে। অবশেষে এবার কমতে শুরু করেছে সংক্রমণ। ফলে বহু রাজ্যই ধীরে ধীরে লকডাউনের পথ থেকে সরে আসা শুরু করেছে। আর এর ফলে সামগ্রিক ভাবেই উন্নত হল পরিস্থিতি। গত মে মাসের শেষে যেখানে বেকারত্বের সাপ্তাহিক হার পৌঁছে গিয়েছিল ১০ শতাংশে, সেখানে এবার তা কমে দাঁড়াল ৮.৭ শতাংশে। পরিসংখ্যান বলছে, শহরের থেকেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে গ্রামাঞ্চল। আসলে বহু রাজ্যই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বা ধাপে ধাপে তুলতে শুরু করেছে। তারই সুফল মিলছে। কলকারখানা কিংবা বেসরকারি সংস্থাগুলি ফের খোলায় কাজ পাচ্ছেন কর্মহীনরা। মুম্বইয়ের সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’ জানাচ্ছে গত সপ্তাহের শেষে শহরে বেকারত্ব হার পৌঁছেছে ৯.৭ শতাংশ। সেখানে গত মাসের শেষে তা পৌঁছে গিয়েছিল প্রায় ১৮ শতাংশে। এদিকে গ্রামে যেখানে মাসিক বেকারত্বের হার ১০.৬৩ শতাংশ হয়ে গিয়েছিল, তা কমে দাঁড়িয়েছে ৮.২৩ শতাংশে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৫ই জুন ২০২১
     

    3/related/default