Type Here to Get Search Results !

করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় দেশে প্রথম মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


এই প্রথম করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর কথা নিশ্চিত করল কেন্দ্র। গত মার্চে মৃত এক ৬৮ বছরের ব্যক্তির মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে কেন্দ্রীয় কমিটি জানতে পারে, টিকা নেওয়ার পরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে অ্যানাফাইলাক্সিস নামক এক ধরনের অ্যালার্জিতে। টিকাকরণের পরে ৩১ জনের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা খতিয়ে দেখেছে ওই কমিটি। দেখার পরেই ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি পরিষ্কার হয়েছে। জানা গিয়েছে, গত ৮ মার্চ তিনি টিকা নিয়েছিলেন। এরপরই অ্যালার্জিজনিত অসুখে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কমিটির চেয়ারম্যান ডা. এনকে আরোরা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এবিষয়ে জানাতে গিয়ে বলেন, টিকাকরণের পরে হওয়া মৃত্যুর ক্ষেত্রে এই প্রথম আমরা একজনের মৃত্যুর কথা জানতে পেরেছি যিনি টিকা নেওয়ার পরে অ্যানাফাইল্যাক্সিসে মারা গিয়েছেন। তবে এর বেশি তিন‌ি এবিষয়ে আর কিছু বলতে চাননি। ওই মৃত্যু সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, টিকা নিলে তা থেকে পার্শপ্রতিক্রিয়া হতে পারে। উদাহরণস্বরূপ অ্যালার্জি বা অ্যানাফাইল্যাক্সিসের কথা বলা যেতে পারে।প্রসঙ্গত, টিকা নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যুর বিষয় খতিয়ে দেখলেও এই একটি ক্ষেত্রেই মৃত্যুর কারণের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় কমিটি। মোট ৩১টি মৃত্যুর ক্ষেত্রে ১৮টি ক্ষেত্রে দেখা গিয়েছে অসুস্থতার কারণ ভ্যাকসিন নয়। ৭টি ক্ষেত্রে অসুস্থতার কারণ জানা যায়নি। দু’টি ক্ষেত্রে কোনও শ্রেণিতেই ফেলা যায়নি মৃত্যুগুলিকে। কেননা এই ক্ষেত্রে কোনও বিশেষ কারণকেই চিহ্নিত করা যাচ্ছে না উপযুক্ত প্রমাণের অভাবে।


আরশিকথা দেশ-বিদেশ

১৫ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.