আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ বিজেপি'রঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শেষ পর্যন্ত সর্বশিক্ষার শিক্ষক এবং ২০১২ সালে নিয়োগকৃত সায়েন্স গ্রেজুয়েট শিক্ষকদের জন্য সহমর্মিতা দেখালো প্রদেশ বিজেপি। দলের পক্ষ থেকে প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের কাছে তারা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছেন সায়েন্স গ্রেজুয়েট শিক্ষকদের যেন রেগুলার করা হয়। বর্তমানে ৯৩৮ জন শিক্ষক এই পদে কর্মরত রয়েছেন বলে জানান তিনি। তাছাড়া সর্বশিক্ষা শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান তিনি। এদিকে এমন অনেক আধিকারিক রয়েছেন যাদের একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে। তাই উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তার জন্য দায়িত্ব ভাগ করে দেওয়ার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। শ্রী চক্রবর্তী এদিন এম যোগা অ্যাপ চালু করার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এই অ্যাপের মাধ্যমে যোগা করে গোটা বিশ্বের মানুষ উপকৃত হতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক যোগা দিবস প্রতিটি মন্ডল থেকে রাজ্য স্তরের পর্যন্ত উদযাপিত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, রবিবার থেকে রাষ্ট্রীয় স্তরে ই চিন্তন শুরু হয়েছে। চলবে আগামী ছয় সপ্তাহ। একইভাবে প্রতি মঙ্গলবার রাজ্যস্তরে এবং প্রতি শনিবার জেলাস্তরে ই চিন্তন অনুষ্ঠিত হবে। নির্দিষ্টভাবে যারা আমন্ত্রিত কেবলমাত্র তারাই ই চিন্তন বৈঠকে অংশ নিতে পারবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সদস্য রতন ঘোষও উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২১শে জুন ২০২১
     

    3/related/default