Type Here to Get Search Results !

রাজ্যগুলিতে লকডাউনের কারণেই করোনা সংক্রমণ তীব্রতা কমেছে : মত বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ



আবার নিম্নমুখী করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যু সংখ্যা নেমে এল সাড়ে তিন হাজারে। বাড়ছে সুস্থতার হার। যা নিয়ে আপাতত স্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৭০২ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে মৃত্যু সংখ্যাও। এদিন করোনার বলি হয়েছে ৩ হাজার ৪০৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জন। তবে আশা জাগিয়ে বাড়ছে সুস্থতার হার। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। রাজ্যে রাজ্যে জারি হওয়া লকডাউনের কারণেই করোনা সংক্রমণে কিছুটা হলেও লাগাম পরানো গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.