শুক্রবার, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। তাঁকে বাড়ি নিয়ে যেতে হাজির হয়েছিলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী সায়রা বানু। শুক্রবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে স্ট্রেচারে করে বের করার মুহূর্তে লেন্সবন্দি হন অভিনেতা। সেসময় পাপারাৎজিদের দেখে হাত নাড়েন দিলীপ কুমারের স্ত্রী, অভিনেত্রী সায়রা বানু। সংবাদ-মাধ্যমকে সায়রা বানু জানান, ''আমরা খুব খুশি। ওঁর (দিলীপ কুমার) ফুসফুসে যে জল জমেছিল, তা বের করা গেছে। উনি এখন ভালো আছেন, বাড়ি যাচ্ছেন। যাঁরা ওঁর সুস্থাতা কামনা করে প্রার্থনা করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।" শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গত রবিবার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। পরে জানা যায়, তাঁর ফুসফুসে জল জমেছে। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও কম। অক্সিজেন সাপোর্টে রাখা হয় অভিনেতাকে।
আরশিকথা দেশ-বিদেশ
১১ই জুন ২০২১