ত্রিপুরার বহু মেধা অন্য রাজ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। রাজ্যে যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তাতে বহি:রাজ্যে কর্মরতদের অংশ নেবার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । এ ব্যাপারে সরকার সমস্ত সহায়তা করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিগত পেজে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি জানান, তথ্য-প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের নতুন প্রজন্ম ও আইটি স্টার্ট-আপগুলিকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নতুন প্রজন্মের জন্য 'নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক' প্রকল্প শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য যথাযথ পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। ছাত্রছাত্রীরা স্থানীয় সমস্যাকে চিহ্নিতকরণ করবে এবং তা সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধান বের করার জন্য তাদের উত্সাহিত করা হবে। তিনি বলেন, প্রথমে রাজ্যের সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই প্রকল্প চালু হবে। পরবর্তীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি ডিগ্রি কলেজে তা বাস্তবায়িত করা হবে। যে যে শিক্ষা প্রতিষ্ঠান এই প্রকল্প চালু করতে উদ্যোগী হবে তাদের পরিকাঠামো নির্মাণের জন্য তথ্য-প্রযুক্তি দফতর এককালীন ১০ লক্ষ টাকা দেবে। মুখ্যমন্ত্রীর দাবি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের বিকাশে এই প্রকল্প হয়ে উঠবে এক নতুন মাইলস্টোন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির বিকাশের জন্য ত্রিপুরায় সমস্ত রসদ রয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে জুন ২০২১