মারণ ভাইরাস করোনা মোকাবিলায় টিকা নিতে ভারতীয়দের উৎসাহী করতে দুর্দান্ত অফার ঘোষণা করল বিমান সংস্থা ইন্ডিগো। অভিনব এই উদ্যোগ নেওয়া সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকার একটি অথবা জোড়া ডোজ নেওয়া হয়ে গেলে বিমানযাত্রায় আকর্ষণীয় ছাড় পাবেন সেই যাত্রী। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গুরুগ্রামের বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানের ন্যূনতম ভাড়ার উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। কেন্দ্রের টিকাকরণ অভিযানকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ। আজ, ২৩ জুন থেকেই অফারটি চালু হচ্ছে। প্রথম আন্তর্দেশীয় বিমান সংস্থা হিসেবে অতিমারী আবহে এই বিশেষ অফারটি ঘোষণা করল ইন্ডিগো।কোম্পানির তরফে সঞ্জয় কুমার বলেন, “দেশের সর্ববৃহৎ বিমান সংস্থা হিসেবে আমাদের মনে হয়েছিল টিকাকরণ অভিযানে শামিল হওয়া প্রয়োজন। মানুষকে টিকা নিতে উৎসাহ দেওয়াই উদ্দেশ্য আমাদের। নিরাপদে, সুরক্ষিতভাবে বিমানযাত্রা করার জন্যই ভ্যাকসিন নেওয়া জরুরি।”তিনি আরও জানান, ভারতে বসবাসকারী ১৮ বছরের ঊর্ধ্বে যাঁদের টিকাকরণ হয়েছে, তাঁদের সকলের জন্যই এই অফার প্রযোজ্য। টিকিট বুক করার সময় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদিত ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। নতুবা বিমানবন্দরের কাউন্টারে মোবাইলের আরোগ্য সেতু অ্যাপে ভ্যাকসিনেশন স্টেটাস দেখালেও চলবে।
আরশিকথা দেশ-বিদেশ
২৩শে জুন ২০২১