Type Here to Get Search Results !

ভারত কেশরীর বলিদান দিবস পালনে বিজেপিঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


জন সংঘের প্রতিষ্ঠাতা তথা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল প্রদেশ বিজেপি। মূল অনুষ্ঠান হয় দলের প্রদেশ কার্যালয়ে। এছাড়া প্রতিটি বুথ এবং মন্ডল স্তরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি'র কর্মী-সমর্থকরা। প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য বিজেপি'র সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সদর জেলা শহরাঞ্চল সভাপতি ডঃ অলক ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্বরা। ডঃ সাহা বলেন, কাশ্মীরকে রক্ষা করতে গিয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ১৯৫৩ সালে আত্মবলিদান করেন। অন্যান্যবারের মতো এবারও সারা রাজ্যেই দিনটি পালন করা হয়। বৃক্ষরোপণ, রক্তদানের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয় বলে জানান তিনি। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বিজেপি এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রদেশ সভাপতি।

প্রসঙ্গত হাজার ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। ১৯৫৩ সালের ২ জুন শ্রীনগরে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৩শে জুন ২০২১