প্রায় চার দশক পর মহিলা মন্ত্রী পাচ্ছে কেন্দ্রশাসিত পুদুচেরি। রবিবার মন্ত্রিসভা সম্প্রসারণ। ওইদিনই বিকেলে আরও চারজনের সঙ্গে মন্ত্রীপদে শপথ নেবেন এআইএনআরসি’র বিধায়ক চন্দিরা প্রিয়াঙ্গ। রবিবার দুপুর আড়াইটে নাগাদ উপ-রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন রাজ নিবাস অর্থাৎ তাঁর বাসভবনে নবনির্বাচিত শপথ পাঠ করাবেন। ৫ নতুন মন্ত্রীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজনই – চন্দিরা প্রিয়াঙ্গ। ৪১ বছরের প্রথা ভেঙে এই প্রথম কোনও মহিলা পুদুচেরির মন্ত্রী হতে চলেছেন। পুদুচেরির নতুন ৫ মন্ত্রীর মধ্যে তিনজনই জোট সরকারের সর্বাধিক ক্ষমতায় থাকা এআইএনআরসি’র সদস্য। বাকি দু’জন বিজেপির। এর আগে ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কেন্দ্রশাসিত পুদুচেরির মন্ত্রিসভার সদস্য ছিলেন এক মহিলা। কংগ্রেসের রেণুকা আপ্পাদুরাই সেসময় শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছিলেন। এবার ২০২১ সালে তাঁর উত্তরসূরি হিসেবেই মন্ত্রী পদে বসতে চলেছেন চন্দিরা প্রিয়াঙ্গ। তবে তিনি কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক হয়নি বলেই খবর। নতুন কোনও মন্ত্রীরই দায়িত্ব বণ্টন নিয়ে পরিকল্পনা এখনও হয়নি। রবিবার মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার থেকে সব ঠিক হতে পারে।
আরশিকথা দেশ-বিদেশ
২৬শে জুন ২০২১