করোনা আবহে বিধিনিষেধের মধ্যেই এক সহকর্মীকে চুমু খেয়ে বেকায়দায় পড়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তাঁর ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে তাঁকে নিয়ে। তাঁর পদত্যাগ চেয়েছেন অনেকে। অন্যথায় তাঁকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। এই ঘটনার জন্য অবশ্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। এবং তিনি বলেছেন, তিনি এই মুহূর্তে দেশকে অতিমারী থেকে রক্ষা করার পরিকল্পনাতেই মগ্ন। এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন চর্চা না হয়। জানা গেছে, গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট নিজেই নিয়োগ করেছিলেন। তাঁর সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন।
লেবার পার্টির পক্ষ থেকে হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়েছে। তবে ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ বলে ভাবতে বলেছেন।
আরশিকথা দেশ-বিদেশ
২৬শে জুন ২০২১