Type Here to Get Search Results !

কোন করোনা টিকাগুলি অন্তঃসত্ত্বাদের জন্য নিরাপদ তার জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কোভিশিল্ড , কোভ্যাক্সিন, স্পুটনিক ভি এবং মডার্না বিনা দ্বিধায় নিতে পারেন সন্তানসম্ভবা মহিলারা। কেন্দ্রের প্রতিনিধি হিসেবে একথা জানালেন নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পাল। তাঁর কথা অনুযায়ী, যে সমস্ত মহিলাদের সন্তানরা এখনও মাতৃদুগ্ধ পান করেন, তাঁরাও নিশ্চিন্তে এই টিকাগুলি নিতে পারেন। গর্ভবতী মহিলারা যে কোভিড টিকা পাবেন, তা মে মাসেই জানিয়ে দিয়েছিল জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি। সেখানেই বলা হয়েছিল, সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁরাও টিকা নিতে পারবেন। এতে কারও সমস্যা হবে না। প্রথম ডোজের নির্দিষ্ট সময় পর আবার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিন্তু তখন কোন কোন টিকা নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। সেকথা মঙ্গলবার জানালেন ডা. ভি কে পাল। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থায় কোভিড সংক্রমণ হলে, তা  আকার ধারণ করতে পারে। এই আশঙ্কায় অনেকদিন সন্তানসম্ভবা মহিলাদের টিকাকরণের আওতা থেকে বাদ রেখেছিলেন বিশেষজ্ঞরা। একই নিয়ম প্রযোজ্য ছিল সদ্য মা হওয়া মহিলাদের ক্ষেত্রেও। তবে পরে এই সিদ্ধান্ত বদল করা হয়। করোনা মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হয় বলেই শোনা গিয়েছে।  স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই হেলথ ওয়ার্কারদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেছে।


আরশিকথা দেশ-বিদেশ

২৯শে জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.