Type Here to Get Search Results !

প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক দূরত্ব যতই থাকুক সৌজন্য দেখাতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতোই এ বছরও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন তিনি। প্রতি বছরই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রীকে বাংলার ফল-মিষ্টি উপহার পাঠান মুখ্যমন্ত্রী। গত বছর করোনার জন্য সেই রীতিতে ছেদ পড়েছিল। তারপর বাংলার ভোটের সময় প্রধানমন্ত্রী মোদি এবং মমতা মুখোপাধ্যায়ের রাজনৈতিক বৈরিতা চূড়ান্ত আকার নেয়। একের পর এক ইস্যুতে দুজনের মধ্যে চলে কাদা ছোঁড়াছুঁড়ি । তার পরও রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন মমতা। মমতার পক্ষ থেকে পাঠানো হয়েছে মালদহের লক্ষণভোগ, ল্যাংড়া আম । উপহারের ঝুড়িতে রয়েছে হিমসাগরও। তবে শুধু প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও আম পাঠিয়েছেন মমতা। উপহারের ঝুড়ি গেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ঠিকানাতেও।


আরশিকথা দেশ-বিদেশ

২৯শে জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.