Type Here to Get Search Results !

প্রয়াত বিশ্বের সবথেকে বড় পরিবারের প্রধান, ৩৯ স্ত্রী, ৯৪ সন্তানের জনক জিওনা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


ছিল ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান এবং ৩৩ জন নাতি নাতনিসহ ভরা সংসার। কিন্তু সংসারের মায়া ত্যাগ করে রবিবার প্রয়াত হলেন সেই পরিবারের প্রধান জিওনা চানা। মিজোরামের বাসিন্দা জিওনার বয়স হয়েছিল ৭৬ বছর।  পৃথিবীর সবথেকে বড় পরিবার বলে পরিচিত তাঁর পরিবার। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে পরিবার ছোট হতে হতে ২ থেকে ৪ জন সদস্যে এসে ঠেকেছে, সেখানে একই বাড়িতে এত জনের বাস কার্যত নজির বিহীন ঘটনা। ওই বাড়িতে রয়েছে ১০০ টি ঘর। সেখানেই থাকতেন সবাই। এমনকী এত জনের রান্নাও একসঙ্গে হতো। প্রসঙ্গত, বিশ্বের সবথেকে বড় পরিবার হিসেবে ২০১১ এবং ২০১৩ সালে তাদের সামনে এনেছিল রিপ্লেজ বিলিভ ইট অর নট। মিজোরামের বক্তং টাঙ্গুয়াম গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। এদিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। জিওনাকে শেষ বিদায় জানিয়ে টুইট করেছেন জোরামথাঙ্গা।


আরশিকথা দেশ-বিদেশ

১৩ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.