মহামারী করোনার কারণে প্রতিদিন রাজ্যের কেউ না কেউ হারাচ্ছেন তাদের আপনজনদের। এবার করোনার করাল থাবায় চলে গেলেন সবার প্রিয় সমর স্যার। ৫৮ বছরের শিক্ষক সমর গাঙ্গুলি'র প্রয়াণে সংশ্লিষ্ট মহলে নেমে এসেছে শোকের ছায়া। ধলেশ্বরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ইংরেজি ভাষা ও সাহিত্যের কৃতি শিক্ষক ছিলেন সমর গাঙ্গুলি। করোনা আক্রান্ত হওয়ার পর গত 5 জুন জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। চিকিৎসা চলাকালীন সময়ে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী মন্দিরা গাঙ্গুলি এবং একমাত্র কন্যা সোমা গাঙ্গুলি সহ অসংখ্য ছাত্র ছাত্রী ও অগণিত গুণমুগ্ধদের রেখে গেলেন। আদর্শবান, নীতি পরায়ন সমর বাবু নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছেন মানুষ গড়ার কাজে। পাণ্ডিত্য ও বিনয়ের যুগলবন্দীর জন্য সমর বাবু ছিলেন ছাত্র ছাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আদর্শবান, সাদামাটা চরিত্রের অধিকারী সমরবাবু নিজের ব্যবহার ছাত্রছাত্রীসহ অভিভাবকদের কাছে হয়ে উঠেছিলেন একজন সম্মাননীয় ব্যক্তিত্ব। সমাজ গড়ার এই কারিগরের বহু গুণমুগ্ধ ছাত্র-ছাত্রী বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত এবং রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদে আসীন রয়েছেন। শিক্ষাবিদ সমর গাঙ্গুলি'র মৃত্যুতে সংশ্লিষ্ট সকলেই শোক প্রকাশ করেছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৩ই জুন ২০২১