শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ৯১ বছরের কিংবদন্তি অ্যাথলিট ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং। চণ্ডিগড়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও শোক প্রকাশ করেছেন দেশের তামাম রাজনীতিবিদ, বিনোদন জগতের সঙ্গে যুক্ত সেলিব্রিটি থেকে শুরু ক্রীড়াদুনিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকেই। শুক্রবার রাতেই মিলখা সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, মিলখা সিংজি-র সঙ্গে দিনকয়েক আগেও কথা হয়েছিল। ভাবতেই পারিনি সেটাই আমাদের শেষ কথাবার্তা হয়ে থাকবে। ওঁর জীবনের সফর থেকে তরুণ অ্যাথলিটরা অনুপ্রেরণা পাবে। ওঁর পরিবার, সমর্থকদের প্রতি আমার সমবেদনা। শ্রী মিলখা সিংজি-র প্রয়াণে কিংবদন্তি এক ক্রীড়াবিদকে হারালাম যিনি দেশকে মন্ত্রমুগ্ধ করেছিলেন, অগণিত ভারতবাসীর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন। এদিকে টুইটে শোকপ্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলিউড অভিনেতা শাহরুখ খান টুইট করেন, “ফ্লাইং শিখ আমাদের সঙ্গে আর না থাকলেও চিরকাল থাকবেন। আপনার পরম্পরা কেউ ছুঁতে পারবে না।” সিনেমার পর্দায় মিলখা সিংয়ের বায়োপিকে অভিনয় করা ফারহান আখতারও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি শোকজ্ঞাপন করেন বিগ বি অমিতাভ বচ্চন এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে জুন ২০২১