আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঝিনাইদহে ভারত থেকে অনুপ্রবেশের অপরাধে আটক ১৯ঃ বাংলাদেশ

    আরশি কথা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা, আরশিকথা ॥

    বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে ওই উপজেলা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসেন। এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ৪ পুরুষ, ৫ জন নারী ও ৭ শিশুকে আটক করে। অপরদিকে সকাল ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় ৩ জনকে। আটকদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৯শে জুন ২০২১
     

    3/related/default