Type Here to Get Search Results !

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহতঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার রাজ্যের বাজারে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৫২ টাকা। ডিজেল প্রতি লিটার ৮৯.৮১টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ তারিখের মধ্যে এই নিয়ে চারবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ১,৪,৬ এবং ৭ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পায়। পেট্রোলের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। এই অবস্থায় নিয়মিত যাদের স্কুটি, বাইক,গাড়ি চালাতে হয় তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সাধারণ গ্রাহকদের অভিযোগ কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনার কোন ব্যবস্থাই নিচ্ছে না। সরকার ইচ্ছা করলেই ভর্তুকি দিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে। কিন্তু তা না করে এই করোনা পরিস্থিতিতে মানুষের ওপর অতিরিক্ত চাপ ঠেলে দিচ্ছে। বিরোধীরা বিক্ষিপ্তভাবে কিছু আন্দোলন করলেও শাসক দলের এ নিয়ে কোন মন্তব্য নেই। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহনের খরচ বাড়ছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়ছে বলে সাধারণ গ্রাহকরা অভিযোগ জানালেন। এক কথায় সর্বকালের রেকর্ড করছে পেট্রোল-ডিজেলের দাম ।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৭ই জুন ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.