আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহতঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার রাজ্যের বাজারে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.৫২ টাকা। ডিজেল প্রতি লিটার ৮৯.৮১টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ তারিখের মধ্যে এই নিয়ে চারবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ১,৪,৬ এবং ৭ জুন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পায়। পেট্রোলের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। এই অবস্থায় নিয়মিত যাদের স্কুটি, বাইক,গাড়ি চালাতে হয় তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সাধারণ গ্রাহকদের অভিযোগ কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনার কোন ব্যবস্থাই নিচ্ছে না। সরকার ইচ্ছা করলেই ভর্তুকি দিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে। কিন্তু তা না করে এই করোনা পরিস্থিতিতে মানুষের ওপর অতিরিক্ত চাপ ঠেলে দিচ্ছে। বিরোধীরা বিক্ষিপ্তভাবে কিছু আন্দোলন করলেও শাসক দলের এ নিয়ে কোন মন্তব্য নেই। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহনের খরচ বাড়ছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়ছে বলে সাধারণ গ্রাহকরা অভিযোগ জানালেন। এক কথায় সর্বকালের রেকর্ড করছে পেট্রোল-ডিজেলের দাম ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৭ই জুন ২০২১
     

    3/related/default