আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুঃখকে বিয়োগ করার পথই হল যোগঃ আন্তর্জাতিক যোগ দিবসে বললেন মোদি

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    দুঃখকে বিয়োগ করার পথই হল যোগ। করোনাকালে হাসপাতালে হাসপাতালে হাসপাতালে যোগাসন করিয়েও ফল মিলছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে এদিন সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘করোনা সত্ত্বেও যোগ দিবসে উত্‍সাহের খামতি নেই। এবারের থিম সুস্থতার জন্য যোগাসন। প্রধানমন্ত্রীর মতে, করোনা আবহে আশার আলো বয়ে আনে যোগ। বললেন, ‘করোনা আবহে আশার আলো যোগ। প্রার্থনা করি গোটা বিশ্ব সুস্থ হোক।’  মোদির মতে, ‘অদৃশ্য ভাইরাস করোনা মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিল না। এই কঠিন সময়ে যোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে।’ যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কেও অবগত করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘রোগ নিরাময়ে সহায়ক যোগ। যোগ আমাদের সংযমী হতে শিখিয়েছে।’ প্রধানমন্ত্রীর বলেন, ‘সুস্বাস্থ্যই সব থেকে বড় ভাগ্য। সুস্বাস্থ্যই আমাদের সাফল্যের কারণ। যোগাভ্যাসেই মিলতে পারে সুস্থ জীবন।’ মোদি আরও জানান, ‘স্কুলে স্কুলে যোগ শেখানো হচ্ছে। হাসপাতালেও যোগাসন করানো হচ্ছে। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। এদিন যোগদিবসের প্রচার নিয়ে জোরাল সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে আরও যোগের প্রচার করা উচিত। তেমনটা হলে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথের দিকে এগিয়ে যাব সবাই।’


    আরশিকথা দেশ-বিদেশ

    ২১শে জুন ২০২১
     

    3/related/default