Type Here to Get Search Results !

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নয়া প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


অর্থনীতির চাকা ঘোরাতে ফের দরাজহস্ত কেন্দ্র। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পাশাপাশি দেশবাসীকে স্বস্তি দিতে বিরাট অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেই আর্থিক প্যাকেজ নগদে নয় বরং ঋণ আকারে পৌঁছে যাবে দেশবাসীর কাছে।কোভিড পরিস্থিতির জেরে দেশের উৎপাদন থেকে বিপণন সকল ক্ষেত্রেই ধাক্কা খেয়েছে। তাই এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বস্তি দিতে কেন্দ্রের তরফে ৮টি নতুন প্রকল্পের ঘোষণা করা হল। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করলেন নির্মলা সীতারমন।৮টি ত্রাণ প্যাকেজের ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্যাকেজের মধ্যে রয়েছে, কোভিড প্রভাবিত সেক্টরগুলি পাবে ১.১ লক্ষ কোটি টাকার লোন গ্যারান্টি স্কিম। অনুন্নত এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৫০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা। সুদের হার ৭.৯৫ শতাংশ।অন্যান্য ক্ষেত্রের জন্য ৬০ হাজার কোটির ঋণের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে সুদের হার ৮.২৫ শতাংশ।থএমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের মূলধনের পরিমাণ ১.৫ লক্ষ কোটি টাকা বৃদ্ধি করা হল। ২৫ লক্ষ ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য স্বল্পসুদে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পর্যটন ক্ষেত্র। তাদের অক্সিজেন জোগাতে ট্রাভেল এজেন্সিগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। টুরিস্ট গাইডরা ১ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ পাবেন। আন্তর্জাতিক যাতায়াত শুরুর পর ভারতের ভিসার জন্য আবেদনকারী প্রথম ৫ লক্ষ বিদেশি পর্যটককে ফি দিতে হবে না আত্মনির্ভর ভারত রোজগার যোজনার মেয়াদ ৩০ জুন, ২০২১ থেকে বাড়িয়ে ৩১ মার্চ, ২০২২ করা হল।


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে জুন ২০২১


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.