অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমনকে দেখতে সোমবার হাসপাতালে গেলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৮ বছরের বর্ষীয়ান সংগীতশিল্পীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল বর্ষীয়ান সংগীতশিল্পীর। সেই পরীক্ষা ফল নেগেটিভ এসেছে। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এখনও আসেনি। সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ৮৫-তে নেমে গিয়েছে। তার ফলে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। আপাতত লোয়ার রেসিপিরেটারি ট্র্যাক ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। তবে করোনা পরীক্ষা করাননি তিনি। পরে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৮শে জুন ২০২১