দলের সাংগঠনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের এক প্রতিনিধি দল। আগামী ১৬ ও ১৭ জুন রাজ্যে অবস্থান করে দলের সাংগঠনিক অবস্থান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন তারা। রাজ্যের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে করবেন দফায় দফায় বৈঠক । আসছেন দলের সংগঠন মহামন্ত্রী বি.এম সন্তোষ, বিনোদ সোনকর, অজয় জাম্বোয়াল এবং ফণীন্দ্র নাথ শর্মা। গত কয়েক মাসের মধ্যে দলের সাংগঠনিক অবস্থান সম্পর্কে খোঁজ নিতে এত বড় কেন্দ্রীয় টিম আগে আর আসেনি।
মঙ্গলবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে মুখপাত্র সুব্রত চক্রবর্তী সফরসূচির কথা জানিয়েছেন এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সম্প্রতি রাজ্য সভাপতি গোটা রাজ্যে মন্ডল ও শাখা সংগঠন গুলির সঙ্গে বৈঠক শুরু করেছিলেন। আপাতত কয়েকদিনের জন্য সেই বৈঠকগুলিও স্থগিত রাখা হচ্ছে। এদিকে ২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আন্তর্জাতিক যোগা দিবস পালন থেকে শুরু করে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উদযাপন সবই রয়েছে এই গুচ্ছ কর্মসূচিতে। প্রদেশ বিজেপির পক্ষ থেকে এদিনের সাংবাদিক সম্মেলনে দীপাবলি পর্যন্ত বিনামূল্যে রেশন ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানানো হয় কোভিড মোকাবিলায় ৫৭৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করায়।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই জুন ২০২১