শ্রীনগর থানা এলাকায় গণধর্ষণের ঘটনাসহ আরো কিছু জ্বলন্ত ঘটনা তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনায় সরব হলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। একই সঙ্গে তিনি রাম মন্দির ইস্যুতে কেলেঙ্কারির ঘটনায় সুপ্রিম কোর্টের একজন সিটিং জাজ দিয়ে তদন্তের দাবি তোলেন। বুধবার পিসিসি সভাপতি এক সাংবাদিক সম্মেলন করে বলেন, রাজ্যে আইনের শাসন নেই। তা কেবিনেট মন্ত্রী এন সি দেববর্মা আগেই স্বীকার করেছেন। খুন, সন্ত্রাস, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে লকডাউন কিংবা কারফিউ'র মধ্যেই। এদিকে রাম মন্দির ঘিরে যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তা সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে তদন্ত দাবি জানান তিনি। পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন শ্রী বিশ্বাস।
তিনি বলেন, সোনিয়া গান্ধীর নির্দেশে গোটা রাজ্যে করোনায় মৃতদের নামের তালিকা তৈরি করা হবে এবং তাদের পরিবারের একজন সদস্য'র মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। বুধবার থেকে ব্লক স্তরে এই কাজ শুরু হবে বলে জানান তিনি। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে রাহুল গান্ধীর নির্দেশে আগামী ১৯ জুন রাহুল গান্ধীর জন্মদিন পালন করা হবে না। কোথাও যেন কেউ রাহুল গান্ধীর জন্মদিন পালনের উদ্যোগ না নেন সেই বার্তা দেন তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই জুন ২০২১