আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা আক্রান্ত একজন, ভুটানের রাজধানীতে তড়িঘড়ি লকডাউন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    করোনা প্রতিরোধের কঠিন দুর্গ ভুটানের রাজধানী শহর থিম্পুতে স্তব্ধ হল জনজীবন। শনিবার থেকেই সম্পূর্ণ লকডাউন শুরু হল ভুটানের রাজধানী থিম্পু শহরে। এই ব্যবস্থা চলবে টানা ৭২ ঘণ্টা। থিম্পুর একটি বিদ্যালয়ে নিয়ম মাফিক ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলছিল। সেই পরীক্ষায় এক পড়ুয়ার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সেই মুহূর্তে রাজধানী শহরকে টানা চারদিন লকডাউন করার সিদ্ধান্ত নেয় সরকার। রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের বিশেষ নির্দেশে প্রধানমন্ত্রী ডা লোটে শেরিং লকডাউনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী দেচেন ওয়াংমোর আলোচনা করেন। এর পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। করোনা মোকাবিলায় বিশ্ব থেকে প্রায় নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভুটান। ভারত ও চিনের মধ্যবর্তী দেশটির করোনা মোকাবিলা এমনই যে চমকে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সহ তাবড় তাবড় দেশগুলি।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১২ই জুন ২০২১
     

    3/related/default