গতবারের মতো এবারও হজ পালনে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব । শনিবার সে দেশের হজ পালন কর্তৃপক্ষ এ বিষয়ে শেষ সিদ্ধান্ত জানিয়েছে। আগামী জুলাই মাসের মাঝ বরাবর থেকে হজ শুরু হবে। এ বছর সৌদি নাগরিক এবং ওই দেশে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। অর্থাৎ এবারও ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা এই পবিত্র হজ পালন করতে পারবে না। ভারত থেকেও প্রতি বছর আনুমানিক ২ লক্ষ মানুষ হজ পালন করতে যান। সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তারাই হজ পালন করতে পারবেন। উল্লেখ্য,বিশ্বজুড়ে মহামারি ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই জুন ২০২১