আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগপত্ৰ গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস। প্রক্ৰিয়াগত ত্রুটির কারণেই এই পদত্যাগ গৃহীত হয়নি বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববৰ্মা তাঁর পদত্যাগপত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং আইপিএফটি সভাপতির কাছেও এর প্রতিলিপি দিয়েছেন তিনি। এবিষয়ে বুধবার বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস বলেন, পত্রবাহকের মাধ্যমে পাঠানো পদত্যাগপত্র নিয়ম অনুযায়ী গৃহীত হয় না। এক্ষেত্রে পদত্যাগী বিধায়কের সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রয়োজনে অধ্যক্ষের সামনে তাঁকে পুনরায় স্বাক্ষর করতে হবে। তিনি বলেন, আমাদের এখন অপেক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু সময় যাওয়ার পর পদত্যাগী বিধায়ক মত পরিবর্তন করে থাকেন। এদিকে বুধবার বিকেলে তিনি দল থেকে পদত্যাগ করে রাজ্যের রাজনৈতিক মহলে আরো একবার গুঞ্জন সৃষ্টি করলেন। তিনি বলেন, উনার ব্যক্তিগত বিষয় নিয়ে দলকে পূর্বে অবগত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দল থেকে পদত্যাগ করতে হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০শে জুন ২০২১